ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সমস্যা দেখা দিলে স্বাস্থ্যকেন্দ্রে আসুন

রাঙ্গামাটি প্রতিনিধি
🕐 ১১:১০ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২০

ব্লাড প্রেসার মাপা, ডায়াবেটিসসহ নানা প্রয়োজনে রাঙ্গামাটির মানুষ আগে হাজির হতো নিকটস্থ ওষুধের দোকানে বা ডাক্তারের চেম্বারে। কিন্তু বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এখন ডাক্তারা চেম্বার করছেন না। এমন পরিস্থিতিতে গণপরিবহনও বন্ধ থাকাই সাধারণ অনেক মানুষ পড়েছেন বিপাকে।

করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে ইতোমধ্যে তিন ফুট সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে রাঙ্গামাটিতে কাজ করছে প্রশাসন। ডাক্তারা চেম্বারে বসছেন না। যেসব ফার্মেসিতে আগে ব্লাড পেসার মাপা হতো সেসব ফার্মেসির অনেকেই তিন ফুট দূরুত্বের কথা জানিয়ে ব্লাড পেসার মাপছেন না।

এমন পরিস্থিতিতে যেকোন শারিরিক সমস্যার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন রাঙ্গামাটির সিভিল সার্জন।

রাঙ্গামাটির সিভিল সার্জন বিপাশ খিসা জানান, বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চিকিৎসকরা চেম্বার করছেন না। কিন্তু ব্লাড প্রেসারসহ যে কোনো শারিরিক সমস্যা দেখা দিলে জনসাধারণকে পরামর্শ দিব নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য।

প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র ২৪ ঘণ্টা খোলা রয়েছে। সেখানে আমরা সেবা দিচ্ছি। কোনো ফার্মেসিতে ব্লাড প্রেসার মাপার অনুমতি নেই। কেউ যদি মাপায় সেটা তার নিজ দায়িত্বে মাপাবেন।

 
Electronic Paper