ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাঙামাটিতে জীবাণুনাশক স্প্রে ছিটাচ্ছে ফায়ার সার্ভিস

রাঙামাটি প্রতিনিধি
🕐 ৭:২৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

রাঙামাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেজীবাণু নাশক স্প্রে ছিটিয়েছে রাঙামাটি ফায়ার সার্ভিস। শনিবার সকালে রাঙাামটি শহরের বনরুপা থেকে এই কার্যাক্রমে শুরু করে প্রতিষ্ঠানটি।

সকালে বনরুপা বাজার সংলগ্ন প্রধান সড়কে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটির জেলা প্রশাসনের এনডিসি উত্তম কুমার দাশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দিন, রাঙামাটি জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রতন কুমার নাথ, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন প্রমুখ।

শনিবার শহরের বনরুপা, কাঠাঁলতলী, পুরাতন বাসস্ট্রেন, রিজার্ভ বাজার চৌমুহনী চত্তর ও আশপাশ, তবলছড়ি কাঁচাবাজার সংলগ্ন ও আশপাশে সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে এই জীবাণু নাশক স্প্রে ছিটানো হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রতন কুমার নাথ জানান, আমরা পর্যায়ক্রমে পুরো শহরে এই কার্যক্রম পরিচালনা করবো।

রাঙামাটির পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন জানান, পুরো শহরকে পরিচ্ছন্ন রাখতে আমরা যৌথভাবে কাজ করছি।

রাঙামাটি জেলা প্রশাসনের এনডিসি উত্তম কুমার দাশ জানান, জনসাধারণকে সামাজিক দুরুত্ব বজায় রাখতে ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা কাজ করছি।

 
Electronic Paper