ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১

কুমিল্লা ব্যুরো
🕐 ৮:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় পান্নারপুল-ইলিয়টগঞ্জ সড়কে শুশুন্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ফারুক (২৫) নামের এক ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে পুলিশের হানায় তাকে আটক করা হয়। আটক ফারুক মুরাদনগরের রায়তলা গ্রামের মৃত এরশাদ মিয়ার পুত্র।

পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার রাতে মুরাদনগর থানার এসআই মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি দল মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে রাত্রিকালীন টহল দিচ্ছিল। এ সময় ডাকাত দলের ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ওই থানার এসআই বাদলের নেতৃত্বে আরো একদল পুলিশ নিয়ে ডাকাতদের ধরতে অভিযান চালায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় ডাকাত ফারুককে আটক করতে সক্ষম হয়। পালিয়ে যাওয়া ডাকাতদের সংখ্যা ৫ থেকে ৬ জন হতে পারে বলে পুলিশ ধারণা করছে। ঘটনাস্থল থেকে ৩টি ছোট বড় ছুরি ও ২টি পাইপ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি নাহিদ আহাম্মেদ সাংবাদিকদের জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আটক ডাকাতকে রোববার দুপুরে কুমিল্লার আদালতে সোপর্দ করা হয়েছে এবং ডাকাত দলের অপর সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 
Electronic Paper