ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

ফেনী প্রতিনিধি
🕐 ৩:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর দাগনভূঞা উপজেলার দুলাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউন শহরে তার নিজ দোকানে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী দুলালের বাবা মালেক সর্দার এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘ওই দিন রাতে আফ্রিকার কুইন্সটাউন শহরে দুলালের দোকানে ঢুকে ২-৩ জন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী মালামাল লুট করতে থাকে। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা দুলালের মাথায় গুলি করে মালামাল নিয়ে পালিয়ে যায়। আহত  দুলালের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মালেক সর্দার বলেন, ‘ছেলেকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। দুলালের স্ত্রী ও দুই সন্তান কী নিয়ে বাঁচবে।’

গ্রামবাসীরা জানায়, ২০০৮ সালের ডিসেম্বর মাসে ভিটেমাটি বিক্রি করে আফ্রিকায় পাড়ি জমান উপজেলার মাতুভূঞা ইউনিয়নের হীরাপুর গ্রামের মজিব মুন্সি বাড়ির মালেক সর্দারের ছেলে দুলাল। প্রথমে অন্যের দোকানে চাকরি করলেও পরে তিনি নিজেই ব্যবসা শুরু করেন কুইন্সটাউন শহর এলাকায়। নিহত দুলালের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

 
Electronic Paper