ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চট্টগ্রামে সাবেক সিভিল সার্জনের জামিন নামঞ্জুর

চট্টগ্রাম ব্যুরো
🕐 ৮:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

চট্টগ্রামের জেনারেল হাসপাতালে সরঞ্জাম কেনার নামে প্রায় ৯ কোটি টাকা আত্বসার্থের অভিযোগে সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান বাবুলের জামিন আবেদন নাকজ করেছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান শুনানী শেষে এ আদেশ দেন।

দুদকের আইনজীবী জানান, ২০১৪ সালে চট্টগ্রামের সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের পরিচালক থাকাকালিন সময়ে হাসপাতালের সরঞ্জাম কেনার নামে ৯ কোটি ১৬ লাখ টাকা আত্বসার্থের মামলা হয়। এ মামলায় এতো দিন উচ্চ আদালতের জামিনে ছিলেন সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ। আদালত শুনানী শেষে জামিন আবেদন বাতিল করে কারাগারে প্রেরণ করেন। এর আগে ২০১৯ সালে দুদকের প্রধান সহকারী মোঃ সিরাজুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় আরো তিন চিকিৎসক, ৩ জন ঠিকাদার সহ ৭ জন কে আসামী করা হয়।

 
Electronic Paper