ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সোনাগাজীতে সরকারিভাবে ধান সংগ্রহে লাভবান কৃষক

ফেনী প্রতিনিধি
🕐 ৩:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

ফেনীর সোনাগাজী খাদ্য গুদামে সরকারীভাবে ধান সংগ্রহের কাজ এগিয়ে চলেছে। গত ১১ ডিসেম্বর ফেনী-৩ (সোনাগাজী- দাগনভূঞা) আসনের সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এবারে সোনাগাজী খাদ্য গুদামমে ধান সংগ্রহের লক্ষমাত্রা হচ্ছে ২৭শ ২ মেট্রিক টন।

কৃষকরা খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারছে সহজে। ধানের দাম পাচ্ছে আশানুরুপ। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষকরা তাদের উৎপাদিত ধান সরকারী মূল্যে বিক্রি করতে পারছে। এতে অর্থনেতিক ভাবে লাভবান হচ্ছে শত শত কৃষক পরিবার।

সোনাগাজী খাদ্য গুদাম পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম খোলা কাগজকে জানান, উপজেলা ধান সংগ্রহ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার ২২শ ৯৪ জন কৃষক থেকে ২৭শ ২ মেট্রিক টন ধান সংগ্রহ করবে। ২৩ জানুয়ারী পর্যন্ত ৬শ ৫০.৪৮৭ মেট্রিক টন সংগ্রহ হয়েছে। প্রতি কেজি ধান ২৬ টাকা দামে কৃষকদের থেকে কেনা হচ্ছে। আমরা প্রতিদিন খাদ্য গুদামে কৃষকদের থকে ধান সংগ্রহ কাজে ব্যাস্ত সময পার করছি। ফেব্রুয়ারীর ২৮ তারিখ পর্যন্ত আমরা সরকারি ভাবে ধান সংগ্রহ করব। ধান সংগ্রহের সময় আরো বাড়তে পারে।

সোনাগাজী খাদ্য গুদামে ধান বিক্রি করতে আসা চর দরবেশ ইউনিয়নের আদর্শগ্রামের আব্দুল আউয়াল জানায়, আমরা সরকারী ভাবে ধান বিক্রি করতে পেরে অর্থনেতিক ভাবে লাভবান হচ্ছি। অনেক ক্ষেত্রে বেসরকারিভাবে ধান বিক্রি করলে যে দাম পেতাম তার চেয়ে সরকারীভাবে বিক্রি করাতে দ্বিগুন মুল্য পাচ্ছি। এতে আমরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পেয়ে আবারো চলতি বোরো চাষাবাদ করতে পারব। কৃষক বাচলে দেশে বাচবে সরকার সে কথা চিন্তা করে আমাদের ধানের দাম পাওয়ার ব্যবস্থা করে দেওয়ায় আমরা খুশি।

সোনাগাজী ধান সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বার্হী কর্মকর্তা অজিত দেব জানান, কৃষকরা তাদের উৎপাদিত ফসল ধান সরকারী মূল্যে বিক্রি করতে পেরে লাভবান হচ্ছে। আমরা চাই কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পেলে কৃষি কাজে তারা উৎসাহ পাবে।

সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব। স্থানীয় খোলা বাজারে যেখানে ধানের মূল্য ১২-১৪ টাকা সেখানে বর্তমান সরকার কৃষকদের সুবিধার্থে ২৬ টাকা ধরে ধান ক্রয় করছে, কৃষক লাভবান হচ্ছে।

 
Electronic Paper