ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মিরপুরের পর এবার চট্টগ্রামে ভয়াবহ আগুন

চট্টগ্রাম প্রতিনিধি
🕐 ১:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

চট্টগ্রাম নগরীর শুলকবহর এলাকায় পুরাতন ওয়ার্কশপ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ১৫টি গাড়ি আগুন নেভাতে কাজ করে যাচ্ছে। তবে বেলা ১২টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শুলকবহরের পুরাতন ওয়াপদা সংলগ্ন ডেন্টাল মেডিকেলের পাশে ডেকোরেশন কলোনিতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, সকাল সাড়ে ১০টার দিকে শুলকবহরের পুরাতন ওয়াপদা সংলগ্ন ডেন্টাল মেডিকেলের পাশে ডেকোরেশন কলোনিতে আগুন লাগার খবর পান তারা।

এদিকে আগুনে ২০০ থেকে ২২০টি বস্তিঘর পুড়ে গেছে। সকালে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে আশপাশের ভবন থেকেও পানি দেয় এলাকাবাসী।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পাঠানো হয়। তবে রাস্তা ছোট হওয়ার কারণে একসাথে ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়।

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাব কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। এ পর্যন্ত কারও হতাহতেরও খবর পাওয়া যায়নি।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন জানান, ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশপাশের সব ফায়ার স্টেশনের গাড়িকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কয়েকটি স্টেশনের ১০-১৫টি গাড়ি পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

এর আগে আজ সকালেই রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। অগ্নিকাণ্ডে দগ্ধ এক নারী গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

 

 

 

 
Electronic Paper