ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অফিস ফাঁকি দিতে হাজিরা যন্ত্র অচল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
🕐 ১২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০

হাজিরা ফাঁকি দিতে ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বায়োমেট্রিক মেশিন অচল করে দিয়েছেন ওই হাসপাতালের পরিচ্ছনতাকর্মী কর্মচারী ফারুক মিয়া। এজন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ দিয়েছে হাসপাতালটির কর্তৃপক্ষ।

জানা যায়, ১৫ জানুয়ারি একটি সিরিঞ্জের মাধ্যমে হাসপাতালের প্রশাসনিক ব্লকে বায়োমেট্রিক মেশিনে পানি ঢুকিয়ে দেয় ফারুক মিয়া।

৩ মিনিট সময়ের মধ্যে সে এই কাজ করে চলে যায়। যা হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এতে মেশিনটি অচল হয়ে পড়লে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল মেশিনে হাজিরা দেওয়া বন্ধ হয়ে যায়।

এর আগেও একবার মেশিনটি একবার নষ্ট হয়। তখন কেউ ইচ্ছা করেই তা করছে বলে প্রশাসনের সন্দেহ হয়। এজন্য প্রশাসনিক ব্লকে বায়োমেট্রিক মেশিনের পাশে সিসি ক্যামেরা বসানো হয়।

জেলা সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা. শওকত হোসেন জানান, ঘটনার পরপরই তাকে বরখাস্ত করা হয়েছে। যেহেতু ভিডিও ফুটেজ আছে সেহেতু ঘটনা তদন্তের কিছু নেই।

 
Electronic Paper