ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শিশু রাইফা হত্যা: অবশেষে মামলা নিল পুলিশ

চট্টগ্রাম ব্যুরো
🕐 ৭:৩৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৮

চট্টগ্রাম নগরের ম্যাক্স হাসপাতালে অব্যবস্থাপনা ও চিকিৎসকের অবহেলায় শিশু রাইফা খানের মৃত্যুতে তার বাবা রুবেল খানের দায়ের করা এজাহারটি দুইদিন পর মামলা হিসেবে রেকর্ড করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে চকবাজার থানা পুলিশ এজহারটি মামলা হিসেবে রেকর্ড করে।
চকবাজার থানার ওসি মো. আবুল কালাম বলেন, ‘এজাহারটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। মামলা নম্বর-০৮। নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
এর আগে বুধবার বিকেলে রাইফার বাবা রুবেল খান ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী, শিশু বিশেষজ্ঞ ডা. বিধান রায় চৌধুরী, কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ সেনগুপ্ত (৩২) ও ডা. শুভ্র দেবকে (৩২)  অভিযুক্ত করে চকবাজার থানায় এজাহার দায়ের করেন।
প্রসঙ্গত, গত ২৯ জুন রাতে নগরের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাইফা খান। মৃত্যুর পর রাইফার পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, দায়িত্বরত চিকিৎসকদের ভুল চিকিৎসা ও অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে আসছে। ওই দিন রাতেই এ জন্য দায়ী ডাক্তার এবং নার্সদের আটক করে চকবাজার থানা পুলিশ। কিন্তু ভোর রাতে তাদের ছাড়িয়ে আনতে থানায় গিয়ে অশোভন আচরণ এবং চট্টগ্রামে চিকিৎসাসেবা বন্ধের হুমকি দেন বিএমএ নেতা ফয়সল ইকবাল চৌধুরী ও তার সহযোগিরা। এ ঘটনায় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্দোলনের মুখে চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ তদন্ত কমিটির  প্রতিবেদনে চিকিৎসক ও নার্সদের অবহেলায় রাইফার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করে।
অন্যদিকে, এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি ম্যাক্স হাসপাতালের লাইসেন্সে ত্রুটিসহ ১১টি অসঙ্গতি আছে বলে জানায়।

 
Electronic Paper