ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

একসঙ্গে না ফেরার দেশে বাবা ও দুই বোন

চট্টগ্রাম প্রতিনিধি
🕐 ১২:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন- বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মিন্টু। এর আগে সকালে দুর্ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। নিহত দুই শিশু তারই দুই কন্যা।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার হাট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেপরোয়া লরির ধাক্কায় দুটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই দুই শিশু মারা যায়।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের এসআই কাউছার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একটি বেপরোয়া লরির ধাক্কায় প্রাইভেটকারের দুই শিশু নিহত হয়েছে। বাকিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘দুর্ঘটনায় আহত তিনজনকে চমেকে ভর্তি করা হয়। তাদের মধ্যে হলেন- সাইফুজ্জামান মিন্টু বেলা সাড়ে ১১টার দিকে মারা গেছেন।’

জানা গেছে, চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাইফুজ্জামান মিন্টু বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক। এছাড়া হাসপাতালে ভর্তি বাকি দুইজন হলেন- নিহত মিন্টুর স্ত্রী কনিকা আক্তার ও কন্যা মন্টি। ঘটনাস্থলে নিহত দুই শিশু তাদেরই সন্তান। পরিবারটি প্রাইভেটকারে বান্দরবান থেকে ঢাকা ফিরছিল।

 

 
Electronic Paper