ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৮১ স্বর্ণালি পোপা মাছ ৪০ লাখ টাকায় বিক্রি

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
🕐 ১০:১৩ অপরাহ্ণ, নভেম্বর ০৭, ২০১৯

একদিনেই কাঁড়ি কাঁড়ি টাকার মালিক হলেন কক্সবাজারের মহেশখালীর উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দরিদ্র জেলে জামাল উদ্দিন বহদ্দার। গত বুধবার ভোরে তার জালে ধরা পড়েছে ৮১টি স্বর্ণালি পোপা মাছ। প্রতিটির ওজন ২০ থেকে ২৫ কেজি। কক্সবাজার ফিশারিঘাটের ইসহাক সওদাগর নামের এক মৎস্য ব্যবসায়ী মাছগুলো ৪০ লাখ টাকায় কিনে নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সাইরার ডেইল এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে জামাল উদ্দিন বহদ্দারের জালে ধরা পড়ে ৮১টি বড় সাইজের স্বর্ণালি পোপা মাছ। গত বুধবার সকালে কক্সবাজার উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগরের দ্বীপ উপজেলা কুতুবদিয়া চ্যানেলে মাছগুলো ধরা পড়ে।

ট্রলার মালিক জামাল উদ্দিন বহদ্দার জানান, মঙ্গলবার রাতে মাতারবাড়ির পশ্চিম পাশে কুতুবদিয়া চ্যানেলে জেলেরা জাল বসায়। বুধবার সকালে জাল তুলতে গিয়ে টের পান, এত ভারী হয়ে আছে যে কূলে আনা যাচ্ছে না! পরে আরও লোকজনের সহায়তায় জাল তোলা হলে দেখা যায় ৮১টি স্বর্ণালি পোপা মাছ ধরা পড়েছে। প্রতিটি মাছের ওজন ২০ থেকে ২৫ কেজি। মাছগুলো মাতারবাড়ী উপকূলে আনা হলে শত শত কৌতূহলী লোক তা দেখতে আসেন।

তাৎক্ষণিকভাবে মাছগুলোর ৮০ লাখ টাকা দাম চাইলে প্রথমে ৩৯ লাখ টাকা পর্যন্ত দর ওঠে। দামাদামির পর কক্সবাজার ফিশারিঘাটের ইসহাক সওদাগর ৪০ লাখ টাকায় কিনে নেন মাছগুলো।

স্থানীয়রা জানান, মহেশখালী দ্বীপে এর আগে একসঙ্গে এতগুলো স্বর্ণালি পোপা মাছ কোনো জেলের জালে ধরা পড়েনি। মাছগুলো সময়মতো চট্টগ্রামে নিয়ে বাজারজাত করতে পারলে প্রায় কোটি টাকা বিক্রি করা যেত বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

 
Electronic Paper