ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অপহরণের প্রভাব পড়বে আগামী উপ-নির্বাচনে

প্রান্ত রনি, রাঙ্গামাটি
🕐 ৯:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৮

আগামী ২৫ জুলাই রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে আঞ্চলিক সংগঠনগুলো বলছে, ‘অপহরণ ঘটনায় সাধারণ গ্রামবাসীরা এখন আতঙ্কিত, যার কারণে উপ-নির্বাচনে এর প্রভাব পড়বেই।’

উপ-নির্বাচনের আগমুহূর্তে নানিয়ারচরে এ পর্যন্ত ১৮ জন গ্রামবাসী অপহরণের শিকার হয়েছে। এর মধ্যে চারজন ছাড়া বাকি ১৪ জন অর্থের বিনিময়ে ছাড়া পেয়েছে বলে জানান স্থানীয় একাধিক সূত্র।
জানা যায়, গত ৩ মে উপজেলা পরিষদের সামনে প্রকাশ্য দিবালোকে পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সহ-সভাপতি শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পায় পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোয়ালিটি চাকমা। পরবর্তী সময়ে শূন্য পদে উপ-নির্বাচনের জন্য গত ১১ জুন রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিসার ও নানিয়ারচর উপজেলা রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। ২৬ জুন মনোনয়নপত্র বাছাই, ৩ জুলাই রিটার্নিং অফিসারের কাছে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। ৪ জুলাই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে প্রগতি চাকমা আনারস প্রতীক, কল্পনা চাকমা দোয়াত কলম, প্রণতি রঞ্জন খীসা কাপ-পিরিচ নিয়ে ২৫ তারিখের উপ-নির্বাচনে লড়ছেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গত ৮ জুলাই কুতুকছড়ি বাজারে যাওয়ার সময় ১৬ জনকে অপহরণ করে সন্ত্রাসীরা। এর আগে গত ৪ জুলাই রাঙ্গামাটির নানিয়ারচর বাজারে বাজার করতে আসলে আরও দুই গ্রামবাসীকে অপহরণ করা হয়। সব মিলে মোট ১৮ জন গ্রামবাসী অপহরণ করা হয়। এর মধ্যে চারজন ছাড়া বাকি ১৪ জনকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার পর ৯ জুলাই রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের ঘিলাছড়ি, বোধিপুর ও জুরাছড়ি নামক এলাকায় ‘উদ্বিগ্ন নানিয়ারচর এলাকাবাসী’ ব্যানারে মানববন্ধন ও ১০ জুলাই নানিয়ারচর উপজেলায় অবরোধও পালন করে ‘নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি’ নামে ইউপিডিএফের একটি সহযোগী সংগঠন।
উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী প্রণতি রঞ্জন খীসা জানান, ‘আমার যেখানে যাওয়া সম্ভব হবে, সেখানেই আমি জনসংযোগ করব। আর আপনাদের মতো আমিও পত্র-পত্রিকায় অপহরণের করা শুনেছি।

 
Electronic Paper