ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অনুদানের দুই কোটি টাকা নেতাকর্মীদের পকেটে

খাগড়াছড়ি প্রতিনিধি
🕐 ৯:৪১ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৮

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ২০১৭-১৮ অর্থবছরে পাড়া বন আওতাভুক্ত পরিবারদের জন্য অনুদান হিসেবে বরাদ্দ এক কোটি নব্বই লাখ ৮৩ হাজার টাকা জনসংহতি সমিতি (জেএস এস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীরা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠেছে, অনুদানের টাকা ২৬৬৯ জন পরিবারের তালিকায় পাড়া বনের আওতাধীন হতদরিদ্র পরিবারেরগুলো যেমন এর সুফল পায়নি তেমনি এ তালিকায় বাঙালিদের কোনো নাম অন্তর্ভুক্ত হয়নি। এ নিয়ে বাঙালিদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। সরকারি অর্থ কোনো যাচাই-বাছাই ছাড়াই বিতরণ করার ফলে ইউপিডিএফ ও জেএসএসের কর্মীরা এর সুফল লুটে নিয়েছে বলে অনেকেই নাম প্রকাশ করার শর্তে জানান।
সূত্র জানায়, জেলার পাড়া বনের আওতাভুক্ত (অফেরতযোগ্য) চাকমা, মারমা ত্রিপুরা সম্প্রদায়ের ২৬৬৯ পরিবারের মাঝে এই অনুদানের টাকা বিতরণের জন্য তালিকা করেন স্থানীয় এনজিও জাবারাং। তার মধ্যে প্রতি পরিবারে সাত হাজার টাকা করে গত সোমবার ১১৩৫ পরিবারকে আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। কিন্তু পার্বত্যাঞ্চলে বসবাসরত বাঙালিরা বরাবরই এ ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। জাবারাংয়ের প্রজেক্ট কো-অর্ডিনেটর রিটেন তালুকদার বলেন, তালিকা তৈরিতে কম সময় দেওয়া হয়েছিল তাই একটু এদিকে সেদিক হতেই পারে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নুরুল আমিন বলেন, এ বিষয়ে আমার জানা নেই আগে জানি তার পর বলতে পারব।

 
Electronic Paper