ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পিছিয়ে নেই নারীরা

বান্দরবানে বদরুন নেছা

বান্দরবান প্রতিনিধি
🕐 ৪:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯

মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বদরুন নেছা বলেছেন, ‘আজ নারীরা অনেক দূর এগিয়েছে। বাংলাদেশের ৬৪টি জেলার মত বান্দরবানের নারীরাও পিছিয়ে নেই। তবে আমি মনে করি বান্দরবানে পুরুষের চেয়ে নারীরা বেশি এগিয়ে রয়েছে। কেননা এখানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা ক্ষেতে খামারে যেভাবে পরিশ্রম করে সংসার চালান তা শুধু তিন পার্বত্য জেলায় চোখে পড়ে।’

শনিবার বান্দরবানে নিবন্ধনকৃত মহিলা সমিতি ভিত্তিক ব্যতিক্রমী ব্যবসায়ী উদ্যোগ (জয়িতা-বান্দরবান) কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় বদরুন নেছা সব নারীকে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার আহ্বান জানান এবং নিবন্ধনকৃত মহিলা সমিতি ভিত্তিক ব্যতিক্রমী ব্যবসায়ী উদ্যোগ (জয়িতা-বান্দরবান) কর্মসূচির আওতায় বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে সাবলম্বী হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন বলেন, ‘বান্দরবানে নিবন্ধনকৃত মহিলা সমিতি ভিত্তিক ব্যতিক্রমী ব্যবসায়ী উদ্যোগ (জয়িতা-বান্দরবান) কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা এখন আগের চেয়ে অনেকটাই এগিয়ে যাচ্ছে। এক সময় বান্দরবানের নারীরা ঘরের কোণে বসে থাকলেও আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও সফল উদ্যোগের ফলে নারীরা এগিয়ে যাচ্ছে। সমতলের মত এখন পাহাড়ের মেয়েরাও এগিয়ে যাচ্ছে সমানতালে।’

অনুষ্ঠানে টেক্সটাইল, নকশী কাঁথা, এগ্রিকালচার ফুড প্রসেসিং, ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেওয়া ২৫০ জন নারী উদ্যোক্তার মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

 
Electronic Paper