ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফেনী হাসপাতালে চিকিৎসক সংকট

ফেনী প্রতিনিধি
🕐 ৫:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

চলতি মাসের প্রথম সপ্তাহে ব্রেন স্ট্রোক হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হন সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ধোনসাহাদ্দা গ্রামের বাসিন্দা হাফেজ আহম্মদ।

একদিন চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। কারণ নিউরো মেডিসিন বিভাগের কোনো চিকিৎসক না থাকায় ফেনী জেলা ও পাশ্ববর্তী জেলার রোগীদের ঢাকা-চট্টগ্রামে পাঠানো হচ্ছে।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের জানান, ফেনী জেনারেল হাসপাতালে নিউরো মেডিসিন বিভাগের কোনো পদ না থাকায় চিকিৎসকও পদায়ন নেই। যার ফলে এখানে আসা রোগীদের সমস্যা হলে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। জটিল কোনো সমস্যা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রামে স্থানান্তর করা হয়।

জানতে চাইলে ফেনীর সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, হাসপাতালটিতে কোনো চিকিৎসক পোস্টিং হচ্ছে না। চিকিৎসক সংকটসহ এ হাসপাতালের অন্য সকল সমস্যার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করেছি।

 
Electronic Paper