ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বেহাল সড়কে দুর্ভোগ

কক্সবাজার প্রতিনিধি
🕐 ৫:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯

কক্সবাজার পৌর শহরের প্রধান সড়কসহ অর্ধশত উপসড়ক খানাখন্দকে ভরে মিনি জলাশয়ে রূপ নিয়েছে। এলোমেলো গর্তে ভরা সড়কে চলতে গিয়ে প্রতিনিয়ত যাত্রীসহ দুর্ঘটনায় পড়ছে ইজিবাইক (টমটম), রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মিনি যানবহন। গত এক সপ্তাহে অন্তত পাঁচ শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন যাত্রীসহ পানিতে উল্টে গিয়ে ক্ষতির মুখে পড়েছে। খানাখন্দকের কারণে প্রায় প্রতিটি সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এদিকে, দীর্ঘ কয়েক বছর ধরে জোড়াতালি দিয়ে সংস্কার হয়ে আসায় সড়কগুলোর এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম বলেন, প্রথম শ্রেণির পৌরসভা হলেও প্রধান ও উপ-সড়কগুলো প্রয়োজনের তুলনায় অপ্রশস্ত। কিন্তু এখানে যানবাহন চলাচল ধারণ ক্ষমতার চেয়ে বেশি। ফলে সংস্কার করা হলেও নির্দিষ্ট সময় পর্যন্ত সড়ক টিকছে না। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ বলেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সড়কটি কউক নিয়ন্ত্রণে নিয়েছে। গত দুমাসে সড়কটির বিভিন্ন অংশ বিচ্ছিন্নভাবে একাধিকবার সংস্কার করা হয়। যান চলাচলের বাড়তি চাপ ও টানা বৃষ্টিতে আবারও পুরো সড়ক জুড়ে মারাত্মক গর্তের সৃষ্টি হয়েছে। প্রধান সড়ক প্রশস্তকরণে একনেকে অনুমোদন হওয়া প্রকল্পের কার্যাদেশ অতি শিগগিরই পাওয়া যাবে। কার্যাদেশ আসার আগেই যথা সম্ভব মেরামত করে সড়কটি যান চলাচলের উপযোগী করা হবে।

 
Electronic Paper