ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রুমায় ছয় পাহাড়ি অপহরণ

বান্দরবান প্রতিনিধি
🕐 ১০:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯

বান্দরবানের রুমা উপজেলায় ছয় পাহাড়ি গ্রামবাসীকে অপহরণ করেছে একদল অস্ত্রধারী। এ সময় তারা এলাকার লোকজনকে মারধরও করে।

গতকাল রোববার দুপুরে রুমা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সামালখাল পাড়া থেকে তাদের অপহরণ করা হয়।

রুমা থানার ওসি আবুল কাসেম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকে তাদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

অপহৃতরা হলেন- মংহ্রিঅং মারমা (৪৫), উগামং মারমা (৫০), মংগেইং মারমা (৩২), সিংথোয়াই মং মারমা (৩২), প্রুসিঅং মারমা (৪৩) ও থোয়াইহ্লাচিং মারমা (৫৬)। রুমা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শৈবং মারমা এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, দুপুর ১টার দিকে ১২-১৩ জনের একটি সশস্ত্র দল পাড়া কারবারীর (গ্রামপ্রধান) খোঁজে আসে।

পরে তারা ওই পাড়ার ছয়জনকে ধরে নিয়ে যায়। ভয়ে পাড়ার অন্য সবাই আশপাশের কয়েকটি পাড়ায় আশ্রয় নিয়েছে। ঘটনা শোনার পর তিনি ওই পাড়ার দিকে রওনা দিয়েছেন বলে জানান।

 
Electronic Paper