ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ডেঙ্গু কেড়ে নিল উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর প্রাণ

বান্দরবান প্রতিনিধি
🕐 ৯:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯

ডেঙ্গুর কাছে এবার হেরে গেলেন বান্দরবানের রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রী ডমেচিং মারমা বেবী (৩২)। বৃহস্পতিবার ভোর ৪টা ৫৭ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বেবী রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী। উপজেলার সদর ইউনিয়নের সিংগুমপাড়ার বাসিন্দা তাঁরা। তিনি স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

বেবীর পরিবারের সদস্যরা জানান, ১০ সেপ্টেম্বর রুমা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে পরীক্ষায় ডেমেচিংয়ের ডেঙ্গু জ্বর ধরা পড়ে। পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় অবস্থার আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।

আজই (বৃহস্পতিবার) বেবীর মরদেহ চট্টগ্রাম থেকে রুমায় নিজ বাড়িতে নেয়া হবে বলেও পরিবার থেকে জানানো হয়।

 

 
Electronic Paper