ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চট্টগ্রামে বাংলাদেশি পাসপোর্টসহ আটক ৩ রোহিঙ্গা

চট্টগ্রাম প্রতিনিধি
🕐 ১১:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ০৬, ২০১৯

চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকা থেকে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁদেরকে আকবরশাহ থানার ১নং রোডের মীর সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী।

আটককৃতরা হলেন- মো. ইউসুফ (২৩), মো. মুসা (২০) ও মো. আজিজ (২২)। তিনজনই কক্সবাজারের উখিয়ার হাকিমপাড়ার শরণার্থী শিবিরের বাসিন্দা।

এদের মধ্যে ইউসুফ ও মুসা আপন ভাই। তাদের বাবার নাম আলী আহমদ। আর আজিজের বাবার নাম জমির হোসেন।

২০১৭ সাল থেকে তারা বাংলাদেশে অবস্থান করছেন বলে পুলিশ জানিয়েছে।

আকবরশাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রাতে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা বর্তমানে থানায় রয়েছেন। মামলার পর তাদেরকে আদালতে পাঠানো হবে।

২০১৭ সাল থেকে বাংলাদেশে অবস্থানকারী এই তিন রোহিঙ্গা কীভাবে পাসপোর্ট পেল তা তদন্ত করে দেখা হবে বলেও জানান ওসি।

 
Electronic Paper