ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যৌতুকের জন্য স্ত্রীকে জখম

লক্ষ্মীপুর প্রতিনিধি
🕐 ৮:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৩, ২০১৯

লক্ষ্মীপুরের রামগতিতে যৌতুক না পেয়ে সালমা আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা একটি দায়ের করা হয়েছে।

এতে গৃহবধূর স্বামী সাবেক পুলিশ সদস্য আবুল কাশেমসহ চারজনকে আসামি করা হয়। গত সোমবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আহত সালমা বাদী হয়ে এ মামলা করেন।

বাদীর আইনজীবী সৈয়দ মোহাম্মদ শামছুল আলম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত বিচারক মো. শাহেনূর মামলাটি আমলে নিয়েছেন। তিনি মামলাটি তদন্তের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রামগতি আদালতের বিচারক কাজী সোনিয়া আক্তারকে নির্দেশ দিয়েছেন। আগামী ১৯ নভেম্বর ধার্য তারিখে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য বলা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলো সাইফুল ইসলাম, নিজাম উদ্দিন ও মো. ফয়েজ আহম্মদ। তারা রামগতি উপজেলার চরপোড়াগাছা গ্রামের বাসিন্দা।

মামলার বাদী সালমা আক্তার বলেন, যারা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে, তাদেরকে চুরির মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আসামি আবুল কাশেম থানা-পুলিশকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে।

 
Electronic Paper