ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, র‌্যাবের দাবি দস্যু

কক্সবাজার প্রতিনিধি
🕐 ১০:৩৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ০২, ২০১৯

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল কাদের রানা (৩৪) নামে এক যুবক নিহত হয়েছে। র‌্যাবের দাবি, নুরুল কাদের রানা বঙ্গোপসাগর এলাকার একজন কুখ্যাত জলদস্যু। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ সাতটি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মাতারবাড়ির সাইরার ডেইল এলাকায় সোমবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত নুরুল কাদের রানা মাতারবাড়ির সাইরার ডেইল এলাকার নুরুল হকের ছেলে।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশুকুর রহমান জানান, নুরুল কাদের রানা বঙ্গোপসাগর এলাকার একজন কুখ্যাত দস্যু। গত ২৬ আগস্ট নোয়াখালীর হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা-বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূলহোতা সে। তাকে ধরতে সোমবার ভোররাতে র‌্যাব-৭ এর সদস্যরা অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি চালায়। আত্মরক্ষায় র‌্যাবও গুলি করলে কিছুক্ষণ পর পিছু হটে তারা।

পরে ঘটনাস্থলে তল্লাশি করে নুরুল কাদের রানাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ সময় একটি বিদেশি পিস্তলসহ সাতটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয় বলেও জানান তিনি।

 
Electronic Paper