ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আ.লীগে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

কুমিল্লা প্রতিনিধি
🕐 ৮:৩৭ অপরাহ্ণ, আগস্ট ০১, ২০১৯

কুমিল্লার বরুড়ায় টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে গত বুধবার বিকালে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।

গত বুধবার টেন্ডার জমার শেষ দিনে সকালে মঈনুল ইসলামের সমর্থকরা উপজেলার ভেতর ও গেটে অবস্থান নেয়। এ সময় এমপি নজরুল গ্রুপের নেতাকর্মীদের কাউকে উপজেলা পরিষদে প্রবেশ করতে দেয়নি। এ সময় প্রায় ৩০ টিরও অধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে উভয়পক্ষ। মইনুল গ্রুপের জসিম উদ্দিনের পক্ষে বিজয় মিছিল বের করে বরুড়া বাজারে প্রবেশ করেও একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে তারা হঠাৎ করে এমপি নজরুল গ্রুপের অফিসে হামলা চালিয়ে  অফিসের জানালার কাছ ভেঙে ফেলে। অফিসের সামনে থাকা প্রায় ১২টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় তারা ৬-৭ রাউন্ড গুলি ছুড়ে বলে জানা যায়।

বরুড়া থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, দুপুরের দিকে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় পৌর যুবলীগের আহ্বায়ক শাহিন বাদী হয়ে ৬১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ রাতে মিজান ও তপন নামের দুজনকে আটক করে।

 
Electronic Paper