ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাকিব হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি
🕐 ২:১৪ অপরাহ্ণ, আগস্ট ০১, ২০১৯

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ফারহান সাকিব (১৫) নামের এক স্কুলছাত্রকে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ আবদুল মজিদ এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কাজী সরওয়ার উদ্দিন, শহীদুল ইসলাম ও মীর হোসেন। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন- হোসনে মোবারক রুবেল।

আসামিদের মধ্যে কাজী সরওয়ার এখনো পলাতক। তবে বাকিরা জেল হাজতে রয়েছেন।

এছাড়াও মামলার বিভিন্ন ধারায় একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের জেল দেয়া হয়েছে। হোসনে মোবারক রুবেলকেও ৫০ হাজার টাকা জরিমানা ও ১ বছর জেল দেয়া হয়। প্রধান আসামি কাজী সরওয়ার উদ্দিনকে দেয়া হয় আরও ১০ বছরের জেল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৫ সালের জুন মাসে স্কুল এলাকা থেকে ফারহানকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। পরে তাকে গলা কেটে হত্যা করেন আসামিরা।

এ ঘটনায় ফারহানের বাবা শহীদুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

 
Electronic Paper