ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গরুবোঝাই ট্রাক উল্টে নিহত ৩ ব্যবসায়ী

কুমিল্লা প্রতিনিধি
🕐 ১০:২৯ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৯

কুমিল্লার চৌদ্দগ্রামে গরুবোঝাই একটি ট্রাক উল্টে তিনজন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকে থাকা ছয়টি গরুও মারা যায়। ঘুম নিয়ে ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে বুধবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকার বাসিন্দা আমান উদ্দিনের ছেলে সামিউল ইসলাম (৪৫), একই এলাকার আতিয়ার রহমানের ছেলে খোকন মিয়া (৪০) এবং ওই এলাকার আনোয়ার হোসেন (৪২)।

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, ঝিনাইদহ থেকে গরুবোঝাই ট্রাক চট্টগ্রামে যাওয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে উল্টে যায়। ধারণা করা হচ্ছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়েই ঘটনাস্থলে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিন গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। এছাড়াও এ ঘটনায় ছয়টি গরুও মারা যায়।

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘুম নিয়ে ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 
Electronic Paper