ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুকুরে অতিষ্ঠ চট্টগ্রামবাসী

চট্টগ্রাম ব্যুরো
🕐 ৪:৩৯ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯

চট্টগ্রামে কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ। সম্প্রতি হাটহাজারীর মেখল এলাকায় কয়েকঘণ্টার ব্যবধানে কুকুরের কামড়ে আহত হন নারী-শিশুসহ পাঁচজন।

সবশেষ গত বৃহস্পতিবার একটি কুকুর অতর্কিতে কামড় দেয় হাটহাজারীর আলিপুরের বাসিন্দা শিশু জোহাকে। এতে শিশুটির মুখের একপাশ ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সরেজমিন দেখা গেছে, দল বেঁধে কুকুরের অবাধ বিচরণের চিত্র। কাউকে একা পেলে এরা হয়ে উঠছে হিংস্র। বিশেষ করে রাতে কুকুরের অবাধ বিচরণে আতঙ্কে ভুগছেন পথচারীরা।

চট্টগ্রামে সরকারিভাবে কুকুরের কামড়ে আক্রান্তদের বিনামল্যে টিকা দেওয়া হয় আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে। পাশাপাশি আক্রান্ত অনেকে বেসরকারিভাবে টিকা গ্রহণ করেন।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার কুকুরের কামড়ে আহত ১১ জন টিকা গ্রহণ করেছেন। এ ছাড়া ২০১৯ সালের প্রথম পাঁচ মাসে কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতাল থেকে টিকা গ্রহণ করেছেন এক হাজার ৯০৩ জন।

 
Electronic Paper