ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্রাহ্মণপাড়ায় তথ্যকেন্দ্রের উঠান বৈঠক

কুমিল্লা প্রতিনিধি
🕐 ১:০৫ অপরাহ্ণ, মে ২৩, ২০১৯

তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে এক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় এ বৈঠক হয়। ব্রাহ্মণপাড়া তথ্যকেন্দ্রের উদ্যোগে এ বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহমেদ লাভলু, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মুনিরা বেগম প্রমুখ। বৈঠকে ৫০ জন উদ্যোগী নারী অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা বলেন, সরকার যেসব ডিজিটাল সেবা নারীর জন্য দিচ্ছে, সেসব সেবা গ্রহণে নিজেদের আগ্রহী হতে হবে। এ সময় তিনি গ্রামীণ নারীদের বাল্যবিয়ের কুফল, ইভটিজিং, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য দেন।

তিনি বলেন, ডিজিটাল সেবার মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করাই তথ্য আপাদের দায়িত্ব। এজন্য তিনি নারীদের উপজেলা তথ্যকেন্দ্রে আসার আহ্বান জানান।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ মাতৃস্বাস্থ্য, শিশুর পুষ্টি, নিরাপদ মাতৃত্ব বিষয়ে তথ্যকেন্দ্রের সেবা প্রদান সম্পর্কে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মুনিরা বেগম বলেন, তথ্যপ্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন করাই এ প্রকল্পের উদ্দেশ্য। তথ্যকেন্দ্রের মাধ্যমে গ্রামের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত কিংবা কম সুবিধাপ্রাপ্ত নারীর তথ্যে প্রবেশাধিকার এবং তাদের তথ্যপ্রযুক্তির সেবা প্রদান নিঃসন্দেহে তাদের ক্ষমতায়নকে ত্বরান্বিত করবে।

অনুষ্ঠান শেষে অংশ নেওয়া ৫০ নারীকে ইফতার ও বৈঠকের যাতায়াত ভাতা প্রদান করা হয়।

 

 
Electronic Paper