ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আশ্রয় পেল পাগলি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
🕐 ১০:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৯

শেষ রাতের দিকে নির্জন বালুর মাঠ থেকে এক নারীর চিৎকার ভেসে আসছিল। চিৎকার শুনে বালুর মাঠের পাশে থাকা বসবাসরত দুই নারী ছুটে যান সেখানে। গিয়ে দেখেন, মানসিক ভারসাম্যহীন পাগলি এবং তার পাশেই পড়ে আছে মাত্র জন্ম নেওয়া নবজাতক।

পারুল নামের এক নারী ওই প্রসূতির নাড়ি কেটে প্রয়োজনীয় প্রাথমিক ব্যবস্থা নেন। বালুমাখা শিশু ও পাগলি মাকে তার ঘরে আশ্রয় দেন। ঘটনাটি পটুয়াখালীর রাঙ্গাবালী খালগোড়া বাজারের, গত বৃহস্পতিবারের। দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ওই নারী বালুর মাঠে ছিলেন। ঘটনার পর এলাকার মানুষের মধ্য সমালোচনার ঝড় উঠেছে।

খালগোড়া বাজারের কয়েক ব্যবসায়ী জানান, প্রায় এক বছর আগে নাম-পরিচয় না জানা পাগলি এখানে আশ্রয় নেন। পাগলি যে সন্তানসম্ভবা চার-পাঁচ মাস আগে বিষয়টি সবার নজরে পড়ে। এর পর থেকে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়।

পারুল বেগম বলেন, অনেক জোর করে পাগলিকে ওষুধ সেবন করাচ্ছি। বর্তমানে খালগোড়া বাজারের স্থায়ী বাসিন্দা মো. অহিদুল পল্লানের স্ত্রী পারুল বেগম তার বাসায় পাগলি ও নবজাতক কন্যা সন্তানকে আশ্রয় দিয়েছেন। নবজাতক কন্যাসন্তানকে দত্তক নিতে আগ্রহী পারুল বেগম।

 

 
Electronic Paper