ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাঁকড়া খেয়ে মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
🕐 ৯:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৯

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতের ভাসমান দোকানে ‘কাঁকড়া’ ভাজা খেয়ে মাহফুজুর রহমান নামে এক তরুণের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার আরেক বন্ধু অসুস্থ হয়ে নগরের আগ্রবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

গত শুক্রবার দুই বন্ধু মিলে নগরের পতেঙ্গা সমুদ্রপাড়ে বেড়াতে গিয়ে সেখানকার ভাসমান দোকানে কাঁকড়া ভাজা খেয়ে দুজনই অসুস্থ হয়ে পড়েন। নিহত মাহফুজুর রহমান চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সিএমপির পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। তবে খবর নিয়ে দেখেছি। এদিকে এ বিষয়টি নিয়ে ফেসবুকে ঝড় উঠেছে।

চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ নিজের ফেসবুকে লিখেছেন, কারও কারও মতে কাঁকড়া বিষাক্ত নয়। রান্নায় ব্যবহার করা উপাদানের বিষক্রিয়ায় যুবকের মৃত্যু হতে পারে। সি বিচের রাস্তার পাশের দোকানগুলোয় খাওয়া স্বাস্থ্যসম্মত নয়।

কাউসার খান নামে একজন ফেসবুকে লেখেন, পতেঙ্গায় আমারও একদিন কাঁকড়া খেয়ে খুব খারাপ লেগেছে। পুরো শরীর ফুলে গিয়েছিল। তারপর ঘুমিয়ে ছিলাম। ওদিন মনে করেছিলাম আমি মারা যাব। কাঁকড়া বিপজ্জনক।

 
Electronic Paper