ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বান্দরবানে বাড়িতে ঢুকে সাবেক জেএসএস নেতাকে গুলি

বান্দরবান প্রতিনিধি
🕐 ১০:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৯

বান্দরবানে রাজবিলায় বাড়িতে ঢুকে অংক্য চিং মারামা (৫২) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সাবেক এক নেতাকে গুলি করেছে সন্ত্রাসীরা। রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের তাইংখালি এলাকায় ঘটনা ঘটে। এতে তার মাথায় গুলি লেগেছে বলে জানা গেছে।

ঘটনার পর ওই বাজারটি বন্ধ হয়ে যায়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গুলিবিদ্ধ অংক্য চিং মারমা রাজবিলা ইউনিয়নের জনসংহতি সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। তার ছেলে বাবুল মারমা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

বাবলু মারমা জানিয়েছেন, সন্ত্রাসীরা রাতের আঁধারে বাবাকে গুলি করে পালিয়ে গেছে। অন্ধকার থাকায় কাউকে চিনতে পারিনি।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার দিকে তাকে নিজ বাড়িতে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অংক্য চিং মারমা রাজবিলা ইউনিয়নের জনসংহতি সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক। ঘটনার পর তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হলে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরল করেন। তার ছেলে বাবুল মারমা রাজবিলা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

এ বিষয়ে বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কে বা কারা গুলি করেছে আমরা এখনো জানতে পারিনি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানিয়েছেন, রাতে কে বা কারা অংক্যচিং মারমাকে তার ঘরে গুলি করে। ঘটনার পর সেখানে রাজবিলা ক্যাম্প থেকে পুলিশ পাঠানো হয়েছে।

 
Electronic Paper