ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সীতাকুণ্ডে ফৌজদারহাটে তেলের ডিপোতে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি
🕐 ৬:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাট এলাকার একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। ঢাকা থেকে চট্টগ্রামে আসার পথে ফৌজদারহাটের আবদুল্লাহ ঘাট এলাকায় ওই ডিপোতে পুরনো জাহাজ ভাঙা শিল্প থেকে পাওয়া তেল মজুদ ও বিক্রি করা হয়।

সূত্রমতে প্রকাশ, বুধবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট আব্দুল্লাহ ঘাটা এলাকায় মো. মোস্তাকিমের ডিপোতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান চারিদিকে ছড়িয়ে পড়ে।

কিন্তু আগুনের তীব্রতায় ১২টি পরিবারের ঘর পুড়ে যায়। তিনটি তেলের গাড়িসহ ডিপোর সম্পূর্ণ তেল পুড়ে যায়। এতে পুরো এলাকা জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা অন্ধকারে ছেয়ে যায়।

এলাকার চেয়ারম্যান আলহাজ সালাউদ্দিন আজিজ জানান, এতে প্রায় ১২ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়।

আগুন লাগার খবর পেয়ে তৎক্ষণিকভাবে সীতাকুণ্ডের ২টি ও চট্টগ্রাম শহর থেকে ১০টি ইউনিটসহ মোট ১২টি ফায়ার সার্ভিসের ২৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুই ঘণ্টা চেষ্টার পর একসময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

 
Electronic Paper