ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মুক্তিযোদ্ধাদের গৃহ বাস্তবায়ন প্রতিশ্রুতি

চট্টগ্রাম ব্যুরো
🕐 ১:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮

আজ সোমবার চট্টগ্রাম হানাদারমুক্ত দিবস। এই দিনে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন ১৭০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছেন।

সোমবার এ উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় সিটি মেয়র তার মেয়াদের মধ্যে পাঁচজন মুক্তিযোদ্ধার আবাসনে চলমান গৃহ নির্মাণ সম্পন্নের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

সিটি মেয়র বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদানের সংখ্যা বাড়ানো হয়েছে। ২০১৫ সালে ১২০ জন মুক্তিযোদ্ধাকে ১০ হাজার টাকা করে, ২০১৬ ও ২০১৭ সালে ১৫০ জনকে ১০ হাজার টাকা করে, ২০১৮ সালে ১৭০ জন মুক্তিযোদ্ধাকে ১০ হাজার টাকা করে সম্মানী প্রদান করা হচ্ছে।

২০১০-২০১৮ এই নয় বছরে মুক্তিযোদ্ধাদের কল্যাণে চট্টগ্রাম সিটি করপোরেশন জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের কল্যানে নানামুখী প্রকল্প গ্রহণ করেছে।

 
Electronic Paper