ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইশতেহারে নারীর চাওয়া

প্রান্ত রনি, রাঙ্গামাটি
🕐 ৯:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দের পর জনগণের দ্বোরগোড়ায় গিয়ে-গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। দিচ্ছেন ভোটারদের নানা প্রতিশ্রুতিও। সারাদেশের মতো পার্বত্য জেলা রাঙামাটিতেও প্রার্থীরা ভোট ভিক্ষায় চষে বেড়াচ্ছেন মাঠ-ঘাট।

এর মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে ইশতেহার ঘোষণা করছে রাজনৈতিক দলগুলো। আবার নির্বাচনের আগ মুহূর্তে প্রার্থীদের কাছে নানা দাবি তুলেও ধরছেন ভোটাররা। পাহাড়ের নারীরা বলছেন, সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে নারী নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া উচিত।
এবারের নির্বাচনে রাঙামাটি আসনে মোট ভোটার ৪ লাখ ১৮ হাজার ২৪৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৮৫৩ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ৩৯৫ জন। নারী ও নতুন ভোটারদের ভোট এখানে প্রার্থীদের কাছে বড় ফ্যাক্টর। পার্বত্য জেলা রাঙামাটিতে চাকমা, মারমা, ত্রিপুরা, পাংখোয়া, তঞ্চঙ্গ্যাসহ আরও কয়েকটি পাহাড়ি জনগোষ্ঠীর বসবাস। এই বিশাল জনগোষ্ঠীর অর্ধেকের বেশি নারী।

 
Electronic Paper