ঢাকা, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টেকনাফ-সেন্টমার্টিন রুটে পরীক্ষামূলক জাহাজ চলাচল শুরু

শহিদ উল্লাহ, টেকনাফ (কক্সবাজার)
🕐 ৭:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩

টেকনাফ-সেন্টমার্টিন রুটে পরীক্ষামূলক জাহাজ চলাচল শুরু

নানা জটিলতা কাটিয়ে শুরু হতে যাচ্ছে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) পরীক্ষামূলকভাবে টেকনাফ থেকে সেন্টমার্টিন চলাচল করেছে বার আউলিয়া নামক জাহাজটি।

 

পরীক্ষামূলকভাবে জাহাজ চালু পর্যবেক্ষণ করতে আসা কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) নাসিম আহমেদ বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে সাত দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন রয়েছে। এরই অংশ হিসাবে বুধবার থেকে সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এ কারণে জেলা প্রশাসনের একটি দল পর্যবেক্ষণ করার জন্য সেন্টমার্টিনে যাত্রা করেছে। পর্যবেক্ষণ দলটি উভয়পাড়ের জেটিঘাট, নাফ নদের নাব্যতাসহ নানা বিষয়ে উপযোগী কিনা খতিয়ে দেখছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল শুরু হবে।

এসময় প্রতিনিধি দলের সাথে জেলা পরিষদের প্রতিনিধি ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরীসহ অন্যন্য কর্মকর্তাকে নিয়ে জাহাজটি যাত্রা করেন।

এব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, জেলা প্রশাসকের নিদের্শে আজ পরীক্ষামূলকভাবে টেকনাফ থেকে সেন্টমার্টিন জাহাজটি চলাচল করেছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে পর্যটক নিয়ে জাহাজ চলাচল করবে।

বার আউলিয়া পরিচালক বাহাদুর বলেন, আজ আমাদের জাহাজ পরীক্ষামূলক চালু হয়েছে। আমরা জেলা প্রশাসকের একটি টিমসহ সেন্টমার্টিনে জেটি পরিদর্শন করে। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা কাল থেকে পর্যটক নিয়ে যেতে পারব। ইতোমধ্যে আমাদের অনলাইনে অনেক বুকিং হয়েছে।

তিনি আরও বলেন, নাফ নদের নাব্য-সংকট ও নদীতে একাধিক বালুচর জেগে ওঠার অজুহাতে গত বছর পর্যটন মৌসুমের শুরু থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ ছিল। কিন্তু এবছর যথা সময়ে জাহাজ চলাচলের অনুমতি পাওয়ায় শুকরিয়া। পাশাপাশি কক্সবাজার জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ২০ মার্চের পর জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। পরে চলতি মাসের ২৭ সেপ্টেম্বর জাহাজ চলাচলের অনুমতি দেয় জেলা প্রশাসন। টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নাফ নদীর বিভিন্ন জায়গায় বালুচর জেগে ওঠাসহ মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে গত ১ মার্চ থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল।

 
Electronic Paper