ঢাকা, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১০ আশ্বিন ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সম্পত্তির বিরোধে প্রাণ গেলো যুবকের

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
🕐 ৬:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩

সম্পত্তির বিরোধে প্রাণ গেলো যুবকের

সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে দুই পক্ষের সংঘর্ষে মীর ফাহাদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। ফাহাদ নাসিরনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর মোশারফ হোসেনের ছেলে।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে ২ সেপ্টেম্বর সকালে উপজেলার সদর পশ্চিমপাড়ার সাবেক চেয়ারম্যান মীর মোশারফ হোসেন ও মীর জালালের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর পরপরই মীর জালালের লোকজন লাঠিসোঁটা নিয়ে মীর মোশারফ ও তার বড় ছেলে মীর ফাহাদের ওপর হামলা চালায়। এতে নারী পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়। হামলা চলাকালে মীর ফাহাদ বল্লমের আঘাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে গুরুতর অবস্থায় আহত মীর ফাহাদকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ দিন আইসিইউতে লাইফ সাফোর্টে রাখার পর গতকাল শনিবার রাতে মারা যায়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহাগ রানা মীর ফাহাদের মৃত্যুর বিষয়টি নিশ্চত করে জানান, সংঘর্ষে জড়িত তিন আাসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে আসামির বাড়িতে প্রতিপক্ষের হামলা ও লুটপাট ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 
Electronic Paper