ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ | ২৭ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক আটক

লামা (বান্দরবান) প্রতিনিধি
🕐 ৬:০৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩

তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক আটক

বান্দরবানের লামার গজালিয়ার দুর্গম এলাকায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনার মামলায় ধর্ষক আটক করেছে পুলিশ। ধর্ষণ মামলার আসামি ওই যুবক উপজেলার গজালিয়া ইউনিয়নের কুলাইক্যা চাকমা পাড়ার বিজয় চাকমার ছেলে জ্যোতিময় চাকমা (২২)।

কিশোরীর মা জানান, গত শুক্রবার সকালে লামার সরই কোয়ান্টাম ফাউন্ডেশনে যান। বেলা ১১টার দিকে বাসায় কেউ না থাকার সুযোগে একই পাড়ার বিজয় চাকমার ছেলে জ্যোতিময় চাকমা ঘরে ঢুকে এই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। আর এতে নয় বছরের এই কিশোরীর অতিরিক্ত রক্তক্ষণে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে গত সোমবার দুপুরের পর তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 লামা থানার অফিসার ইনচার্জ(ওসি) শামীম শেখ ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা রুজুর পাচঁ ঘন্টার মধ্যে বিশেষ অভিযানে আসামি জ্যোতিময় চাকমাকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 
Electronic Paper