ঢাকা, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বান্দরবানে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

কৌশিক দাশ, বান্দরবান
🕐 ৪:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩

বান্দরবানে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৬ আগস্ট) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান জেলা সদরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বন্যার্তদের মাঝে এই ত্রাণসামগ্রী প্রদান করেন।

ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বান্দরবানে ভয়াবহ বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর এবারের বন্যায় সাধারণ মানুষের ঘর-বাড়িসহ বহু সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

এসময় পার্বত্যমন্ত্রী আরো বলেন, দুর্যোগ শুরু থেকে এখন পর্যন্ত অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। জেলা সদরের পাশাপাশি উপজেলা পর্যায়েও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সদস্যরা ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করছে আর তাদের ত্রাণসামগ্রী সরবরাহ করছে।

পার্বত্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাধারণ জনগণের পাশে অতীতেও ছিল আগামীতেও থাকবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃস্থদের কথা চিন্তা করে আর তাই যেকোন দুর্যোগে সাধারণ জনগণের কষ্ট লাগবে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এসময় বন্যায় পৌর এলাকার ৯টি ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারকে মাথাপিছু সাড়ে ৭ কেজি চাউল, ১ কেজি মশুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ১কেজি চিনি, ৫০০ গ্রাম সুজির প্যাকেট ত্রাণ সহায়তা দেয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, পৌরসভার মেয়র সামশুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, ক্যাসাপ্রু মারমা, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রহিম চৌধুরী, সেক্রেটারি অমল কান্তি দাশ, নির্বাহী সদস্য গাব্রিয়েল ত্রিপুরা, মো. খলিলুর রহমানসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: বান্দরবানে গত ৬ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত অতিবৃষ্টি ও বর্ষণে বন্যার সৃষ্টি হয় আর এই দুর্যোগের শুরু থেকে রেডক্রিসেন্ট সোসাইটি বন্যার্তদের পাশে গিয়ে উদ্ধার কার্যক্রম, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানা ধরণের সহযোগিতা অব্যাহত রেখেছে এবং বন্যা পরবর্তী সময়ে দুর্গতদের ত্রাণ সহায়তা প্রদান শুরু করেছ।

 
Electronic Paper