ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টেকনাফে বিপুল পরিমাণ মদ-বিয়ার জব্দ

শহীদ উল্লাহ, টেকনাফ (কক্সবাজার)
🕐 ৫:২০ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩

টেকনাফে বিপুল পরিমাণ মদ-বিয়ার জব্দ

কক্সবাজার টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে।

বুধবার (২৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম টেকনাফ সদর কচুবনিয়া এলাকায় মোঃ সিরাজুল ইসলামের বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে। এসময় কৌশলে সিরাজুল ইসলাম পালিয়ে যায়।

বাড়িতে তল্লাশি করে মাটির ভেতর থেকে ৮১ বোতল বিদেশি মদ ও ১০২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

পলাতক আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দয়ের করা হয়েছে।

আজ এই তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃসিরাজুল মোস্তফা।

 
Electronic Paper