ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সোনাইমুড়ীতে মাদক কারবারি নয়ন আটক

সৈয়দ মোঃ শহিদুল ইসলাম
🕐 ৫:২০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩

সোনাইমুড়ীতে মাদক কারবারি নয়ন আটক

অবশেষে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হলো নোয়াখালী সোনাইমুড়ীর মাদক কারবারি ও নয়ন গ্রুপের প্রধান ‘নয়ন’। সে পৌরসভার নাওতলা ৭নং ওয়ার্ডের মৃত মোস্তফার ছেলে।

গতকাল শুক্রবার বিকালে সোনাইমুড়ি চৌরাস্তা থেকে জেলা ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে সোনাইমুড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক।

সূত্রে জানা যায়, নয়ন বিরুদ্ধে পূর্বের মাদক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও থানা পুলিশ তাকে গ্রেফতার করেননি বরং সে প্রতিদিন থানায় এসে সালিশ ও দালালি করতো। এছাড়া বিভিন্ন সময় নেতার সঙ্গে ছবি তুলে তা সাধারণ মানুষকে দেখিয়ে প্রতারণার মাধ্যমে সুবিধা নিতেন।

অভিযোগ আছে- সোনাইমুড়ী পৌরসভা বাজারে হাজ্বী কালাম মার্কেটের তৃতীয় তলায় তার অফিসের নামে প্রতিনিয়ত করতেন অনৈতিক কাজ। এ বিষয়ে জিজ্ঞেস করলে সে বলতো থানা তার ম্যানেজ করা আছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন জানান, সে দীর্ঘদিন ধরে মাদকের কারবারসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছিলো। এ ব্যাপারে এতোদিন ভয়ে কেউ মুখ খোলার সাহস পেতো না। এসময় তারা উপজেলার সকল মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

 
Electronic Paper