সিরিজ বোমা হামলার বিচারের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ
মু. ওয়াহিদুর রহমান মুরাদ, লক্ষ্মীপুর
🕐 ৭:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৩

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে লক্ষ্মীপুর জেলা যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
আজ বৃহস্পতিবার (১৭ই আগস্ট) প্রায় ২ হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে জেলার শহরে এই কর্মসূচি পালন করেন।
জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজীদ ভূইয়া তার বক্তব্যে বলেন, ১৫ আগস্ট ঘটনা ঘটিয়েছিলো খুনি জিয়া আর সেই আগস্ট মাসেই ১৭ ও ২১ তারিখে জননেত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়েছে পলাতক বিএনপি নেতা তারেক জিয়া। এসময় অবিলম্বে তারেক জিয়াসহ এই ঘৃণ্য ঘটনার সাথে জড়িত সকলের কঠোর শাস্তি দাবি করেন এই নেতা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
