ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ | ২৭ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নানা কর্মসূচীতে সোনাইমুড়ীতে জাতীয় শোক দিবস পালিত

সৈয়দ মোঃ শহিদুল ইসলাম
🕐 ৮:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩

নানা কর্মসূচীতে সোনাইমুড়ীতে জাতীয় শোক দিবস পালিত

সোনাইমুড়ীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনকের ৪৮তম শাহাদাত বার্ষিকী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনসহ নানা কর্মসূচী পালন করে।

শোক দিবসের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, বেলা সোয়া ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে। এরপরই সোনাইমুড়ী থানার প্রশাসন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা, এলজিইডি, সোনাইমুড়ী পৌরসভা, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, উপজেলা প্রেস ক্লাব, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা ক্রীড়া সংস্থা, উপজেলা আনসার ভিডিপি, সিদীপ নদোনা ব্রাঞ্চ ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে।

বীর শ্রেষ্ঠ রুহুল আমিন মিলনায়তনে আলোচনা সভাসহ, শোক দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে রচনা—চিত্রাঙ্কন প্রতিযোগীতায় পুরস্কার বিতরণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল—সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রধান মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারন সম্পাদক আ.ফ.ম বাবুল (বাবু) সহ অন্যান্য নেতৃবিন্দ।

আলোচনা শেষে নোয়াখালী—১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম সহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সমন্বয়ে বিশাল শোক র‌্যালী অনুষ্ঠিত হয়। শোক র‌্যালী উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন শেষে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে শেষ হয়। র‌্যালী শেষে সংক্ষীপ্ত বক্তব্য রাখেন চাটখিল—সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাধারন সম্পাদক এডভোকেট আবদুন নুর দুলাল।

অপরদিকে দুপুরে সোনাইমুড়ী বাইপাস বাসস্ট্যাণ্ডে আলহাজ্ব মমিনুল ইসলাম বাকের এর সভাপতিত্বে আলোচনা, দোয়া ও ১৫ই আগস্ট কালো রাতে ঘাতকের নির্মম বুলেটে জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শাহাদাত বরণকারীদের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম বক্তব্য প্রদানসহ এতিম—দুস্থদের মাঝে খাবার বিতরন করেন।

 
Electronic Paper