নিখোঁজের একদিন পর মিলল স্কুলছাত্রের লাশ
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
🕐 ৫:১১ অপরাহ্ণ, জুন ০৪, ২০২৩

কুমিল্লার দেবীদ্বারে গোমতী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ স্কুল ছাত্র তারেক আজিজ রাব্বী (১২)-এর লাশ একদিন পর ভেসে উঠেছে।
আজ রোববার সকালে মাছুয়াবাদ খেয়াঘাট এলাকায় তার লাশ ভেসে উঠে।
রাব্বী বানিয়াপাড়া গ্রামের নূরুল ইসলাম শাহিনের ছেলে এবং দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে রাব্বী তার তিন বন্ধুর সাথে হামলাবাড়ি এলাকায় গোমতী নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে সে তলিয়ে যায়। বন্ধুরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে রাব্বীর বাড়িতে খবর দেয়। খবর পেয়ে দেবীদ্বার থানা পুলিশ ও মুরাদনগর ফায়ার সার্ভিস নদীতে অনুসন্ধান চালায়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলকৃষ্ণ ধর জানান, গতকাল হামলাবাড়ি এলাকায় গোমতী নদীতে এক কিশোরের ডুবে যাওয়ার খবরে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং অনুসন্ধান চালাই। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলও যোগ দেয়। রোববার সকালে তার লাশ পাওয়া গেছে। এ বিষয়ে কিশোরের বাবা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
