বান্দরবানে অগ্নিকান্ডে আগুনে পুড়ল অর্ধশত দোকান
কৌশিক দাশ, বান্দরবান
🕐 ২:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩

বান্দরবানের থানচি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে, অগ্নিকান্ডে বাজারের প্রায় ৫০টি দোকান পুড়ে গেছে।
অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াই হ্লা মং মার্মা জানান, সকালে হঠাৎ করেই বাজারের এক দোকান থেকে এই আগুনের সুত্রপাত হয়, আর মহুর্তেই বাজারে ছড়িয়ে পড়ে আগুন। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি টিম এবং স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুঃ আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার পরপরই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসসহ স্থানীয় জনসাধারণ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ব্যবসায়ীদের হিসাবে অগ্নিকান্ডের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে ,তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সময় প্রয়োজন হবে।
প্রসঙ্গত, ২০২০ সালের ২৭ এপ্রিল বান্দরবানের থানচি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যায় ২০০টি দোকান, আর সম্প্রতি ২২ মার্চ থানচি উপজেলার বলিপাড়া বাজারে আগুন লেগে ৫৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
