কোম্পানীগঞ্জে চোরাই সিএনজি-অটোরিকশাসহ আটক ২
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
🕐 ৬:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০২, ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চোরাই সিএনজি অটোরিকশাসহ চোর সিন্ডিকেটের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ফেনী পৌরসভার ৫নং ওয়ার্ডের বিরিঞ্চি গ্রামের মৃত মো. ইলিয়াস প্রকাশ ছাবির আহমদের ছেলে সিএনজি অটোরিকশা চোর সিন্ডিকেটের গডফাদার মো. শরীফ প্রকাশ কানা শরীফ (৪০) ও নোয়াখালীর সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের কাজী বাড়ির মাহাবুব উল্যাহ্ প্রকাশ মাবুলের ছেলে জাকির হোসেন (২৬)।
পুলিশ জানায়,বুধবার রাতে কুমিল্লা ময়নমতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশ থেকে সিএনজি অটোরিক্সা চোর সিন্ডিকেটের গডফাদার জাকির হোসেন আটকের পর তাকে জিজ্ঞাসাবাদে তার তথ্য মতে একই রাতে এ সিন্ডিকেটের মো. শরীফ প্রকাশ কানা শরীফকেও আটক করে পুলিশ।
তাদের দেয়া তথ্যমতে, এসময় কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর থেকে চোরাইকৃত সিএনজি অটোরিকশাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সালেকিন পেট্রোল পাম্পের পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ও জব্দ করা হয়।
এর আগে ওই সিএনজি অটোরিকশাটি গত ১৪ জুলাই উপজেলার মুছাপুর থেকে চুরি হয়। এ সংক্রান্ত চুরির বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছিল সিএনজি অটোরিকসাটির মালিক।
গ্রেফতারকৃতদেরকে বৃহস্পতিবার নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. সাদেকুর রহমান।
তিনি জানান, আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মামলা চলমান রয়েছে। সিএনজি-অটোরিকসা চোরাই চক্রের সাথে শেখ ফরিদ শরীফ ও নুরুল ইসলাম নুরুও জড়িত রয়েছে বলে আসামিরা স্বীকার করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
