ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | ৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
🕐 ১১:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩

সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বাঞ্ছারামপুরে পূর্ববিরোধের জেরে অলি মিয়া নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অলি মিয়া ওই এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে এবং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য অলি মিয়ার সঙ্গে একই এলাকার ইকবাল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তবে অলি মিয়া বাড়িতে থাকতেন না। দীর্ঘদিন পর নিজ বাড়িতে আসেন তিনি। সন্ধ্যার দিকে একা পেয়ে প্রথমে টেঁটাবিদ্ধ করে পরে এলোপাতাড়ি কুপিয়ে তাকে ফেলে যায় প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম বলেন, দুই পক্ষের (ইকবাল ও অলি) দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। হত্যাকান্ডের সাথে যারা জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

নবীনগর ও বাঞ্ছারামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, ইকবালের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ অন্তত ১০টি মামলা রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, পরবর্তী অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত এ নিয়ে থানায় কোনো মামলা হয়নি।

 
Electronic Paper