ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | ৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুয়াশায় বন্ধ আরিচা-কাজিরহাট রুটের নৌ চলাচল

অনলাইন ডেস্ক
🕐 ৮:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৩

কুয়াশায় বন্ধ আরিচা-কাজিরহাট রুটের নৌ চলাচল

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। নৌপথে ফেরি মাকিং বাতির আলো অষ্পষ্ট হওয়ার ফলে নৌপথে দুর্ঘটনা এড়াতে রাতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

 

শনিবার রাত সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যমুনা নদীতে শনিবার সন্ধ্যার পর থেকে কুয়াশা বাড়তে থাকে। রাত ১০ টার দিকে ঘন কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌপথের মার্কিং বাতির আলো অষ্পষ্ট হয়ে যায়। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল ঘোষণা বন্ধ করা হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, সন্ধ্যার পর থেকে যমুনা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। রাত সোয়া ১০ টার দিকে ঘন কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়।

 
Electronic Paper