ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গোলাগুলির পর

রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ জঙ্গি আটক

অনলাইন ডেস্ক
🕐 ১২:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৩

রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ জঙ্গি আটক

কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে দুই জঙ্গিকে আটক করার কথা জানিয়েছে র‍্যাব। র‍্যাব বলছে, আটক দুজন নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশার।

 

সোমবার ভোরে গোলাগুলির পর তাদেরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

আবু সালাম চৌধুরী জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নব্য জঙ্গি সংগঠন ‘জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আস্তানা শনাক্তের পর কক্সবাজারের উখিয়া ৭নং রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাব-১৫ এর সদস্যরা অভিযান শুরু করে।

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গির আস্তানা থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি চালালে শুরু হয় গোলাগুলি। পরে শীর্ষ এই দুই নেতাকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানা গেছে।

 
Electronic Paper