ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাফ নদী থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
🕐 ২:০২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৮

কক্সবাজারের টেকনাফ হ্নীলা নাফ নদীতে অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একটি হস্তচালিত নৌকা জব্দ করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার ভোর ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর কিনারায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শরিফুল ইসলাম জোমাদ্দার জানান, তার নেতৃত্বে হ্নীলা বিওপির একটি বিশেষ টহলদল হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ওয়াব্রাং নাফনদী কিনারা হতে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি হস্তচালিত নৌকা জব্দ করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য দেড় কোটি টাকা।

উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

তিনি আরও জানান, জব্দ হস্তচালিত কাঠের নৌকাটি শুল্কগুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

 
Electronic Paper