ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চাঁদপুরে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন

চাঁদপুর প্রতিনিধি
🕐 ১০:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৮

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাটেরহদ গ্রামের মোস্তফা কামাল হত্যা মামলায় দুই আসামি বাবা তাহের ও ছেলে সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা এবং অপর ৩ আসামি হারুন, কাশেম ও আবুল খায়েরকে ৫ বছর করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

রোববার দুপুর ১টায় চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ৩ অক্টোবর দুপুরে জমি-সংক্রান্ত বিবাদে আসামিরা ক্ষিপ্ত হয়ে মোস্তফা কামালকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে রক্তাক্ত ও গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তী সময়ে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৪ অক্টোবর ভোর ৫টার দিকে মারা যায়।

এ ঘটনায় ৪ অক্টোবর নিহতের চাচা নুরুল ইসলাম বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত উল্লিখিত আসামিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।

 
Electronic Paper