ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফেনীতে বাস উল্টে নিহত ২

ফেনী প্রতিনিধি
🕐 ১১:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০১৮

ফেনীর সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রোববার সকালে উপজেলার দক্ষিণ ছনুয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাহাবুবুর রহমান জানান।

নিহতরা হলেন- ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ কড়ইয়া গ্রামের মুন্সী বাড়ির নুরুল হকের ছেলে আমিন (৫৫) ও সদর উপজেলার হকদি এলাকার শামছুল হকের ছেলে সিদ্দিকুর রহমান (৪৫)।

আহতদের মধ্যে এগারো জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- কাউসার (৪৪), ফয়মাল (২৮), কামাল উদ্দিন (৪৫), সফি উল্যাহ (২৭), বেলাল উদ্দিন (৩২), মোস্তফা (৪০), কবির আহম্মেদ (৪৫), মিজানুর রহমান (৩০), সোলেমান (৬০), হারুনুর রশিদ (৪৫) ও নুরুল আলম।তাদেরসহ বাকিদের ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই মাহাবুবুর জানান, হিলবার্ড পরিবহনের একটি বাস ফেনী থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।

খবর পেয়ে পুলিশ গিয়ে বাসটি জব্দ করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয় বলেও জানান তিনি।

 
Electronic Paper