ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নোয়াখালীতে এমপি একরামুল করিম চৌধুরীর প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
🕐 ৯:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২

নোয়াখালীতে এমপি একরামুল করিম চৌধুরীর প্রতিবাদ সমাবেশ

বিএনপি, জামায়াত কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে নোয়াখালীতে প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগে আহবায়ক কমিটির সদস্য একরামুল করিম চৌধুরী উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

শনিবার বিকেলে জেলা শহর মাইজদীর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী।

এছাড়াও অন্যদের মধ্যে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের বিভিন্ন পর্যায়ের অংগসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এরআগে জেলার বিভিন্ন স্থান থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে সভাস্থলে এসে উপস্থিত হন দলের নেতাকর্মীরা।

বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তিকারিদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসাথে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের জন্য কাজ করার আহবান জানান।

এদিকে একাধিক সূত্রে জানা গেছে, প্রতিবাদ সভায় নেতাকর্মীদের যাতায়তের জন্য নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-চট্টগ্রাম, কুমিল্লা, ফেনীসহ আঞ্চলিক রুটের অন্তত ৩৫০টি বাস ভাড়া করায় বিপাকে পড়েন যাত্রীরা, প্রধান সড়কে সভা করায় প্রায় আড়াই ঘন্টা বন্ধ থাকে যান চলাচল, তবে নিজেদের যাতায়তের জন্য একাধিক বিকল্প সড়ক ব্যবহার করেছে লোকজন। তবে সন্ধ্যার পর থেকে বাস চলাচলা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পরিবহন মালিক সমিতি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সুবর্ণচরে এক বিএনপি কর্মী কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিমূলক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদ সভার ঘোষণা দেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী।

এ প্রতিবাদ সভায় দলের সকল নেতকর্মীকে উপস্থিত থাকার আহবানও করেন এমপি একরাম। সেদিন বর্ধিত সভায় দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আ.লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিন, সহিদ উল্যাহ খান সোহেল’সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জেলার আহবায়ক কমিটির কয়েকজন সদস্য উপস্থিত থাকলেও আহবায়ক, যুগ্ম আহবায়কসহ শীর্ষ পর্যায়ের কোন নেতা উপস্থিত ছিলেন না।

 
Electronic Paper